- হোম
-
খবর
সাইবার হানার ভয়! ক্যাবিনেট বৈঠকে মোবাইল, স্মার্টফোন নিয়ে আসতে বারণ কেন্দ্রীয় মন্ত্রীদের
সাইবার হানার ভয়! ক্যাবিনেট বৈঠকে মোবাইল, স্মার্টফোন নিয়ে আসতে বারণ কেন্দ্রীয় মন্ত্রীদের
web desk, ABP Ananda
Updated at:
22 Oct 2016 03:33 PM (IST)
নয়াদিল্লি: হ্যাকিংয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ, গোপনীয় নথি ফাঁস হওয়ার আতঙ্কে ভুগছে খোদ কেন্দ্রীয় সরকার। সাইবার হানার আতঙ্কে ক্যাবিনেট সচিবালয় সিদ্ধান্ত নিয়েছে, পাছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের বৈঠকের আলোচনার কোনও সিদ্ধান্ত বা তথ্য বেহাত হতে যায়, তাই এবার থেকে ক্যাবিনেট বা ক্যাবিনেট কমিটির বৈঠকে মোবাইল, স্মার্টফোন সঙ্গে রাখতে পারবেন না মন্ত্রীরা। তাঁদের মোবাইল নিয়ে আসতে বারণ করে দেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সচিবালয় সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রাইভেট সেক্রেটারিদের এই নির্দেশের কথা জানিয়ে দিয়েছে। তাঁদের মন্ত্রীদের বিষয়টি ঠিক ভাবে বুঝিয়ে দিতে বলা হয়েছে।
মোবাইল ফোন হ্যাকড হওয়ার ভয় থাকেই, সেগুলি কতটা নিরাপদ, সেই আশঙ্কা ইতিমধ্যেই প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলিই। সরকারি সূত্রের দাবি, মন্ত্রিসভার বৈঠকে মোবাইল, স্মার্টফোন না থাকলে সেখানকার আলোচনার বিষয়বস্তু গোপনই থাকবে, বাইরে বেরিয়ে পড়ার সম্ভাবনাই থাকবে না।
এ ধরনের পদক্ষেপ এই প্রথম নেওয়া হল। এখনও পর্যন্ত মন্ত্রীরা মোবাইল সঙ্গে নিয়ে ক্যাবিনেট বা ক্যাবিনেট কমিটির বৈঠকে আসতে পারেন, যদিও সেখানে তা সাইলেন্ট মোডে বা বন্ধ করে রাখতে হয়।