রাজধানীতে ফের গণধর্ষণ, নিগৃহীতা মডেল তরুণী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Dec 2017 08:18 AM (IST)
নয়াদিল্লি: দক্ষিণ দিল্লির সরোজিনী নগর এলাকায় এক মডেলকে ৩ জন গণধর্ষণ করেছে বলে অভিযোগ। ৩ অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারিণী এসেছেন বিহার থেকে, তিনি পেশায় মডেল। ২৬ তারিখ তিনি পুলিশে অভিযোগ করেন, ৩ জন একটি ফ্ল্যাটে গণধর্ষণ করেছে তাঁকে। তিনি বলেন, দিন ১৫-২০ আগে অভিযুক্তদের সঙ্গে তাঁর পরিচয় হয়। তারা তাঁকে আশ্বাস দেয়, মুম্বইয়ের এক পরিচালকের সঙ্গে তাঁর আলাপ করিয়ে দেবে। এ ব্যাপারে কথা বলতে ২৫ তারিখ একটি মলে তাদের সঙ্গে দেখা করেন তিনি। তারা তাঁকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ।