ভিডিওতে দেখুন: চকোলেটের পোশাকে র্যাম্প মাতালেন মডেলরা
Web Desk, ABP Ananda | 05 Nov 2016 05:12 PM (IST)
নয়াদিল্লি: শুধু আর রসনাতেই সীমাবদ্ধ নয়, এবার পোশাক তৈরির উপকরণেও চকোলেট। সেই পোশাকেই র্যাম্প মাতালেন মডেলরা। সম্প্রতি প্যারিসে এক ফ্যাশন শো-এ মডেলরা রঙ-বেরঙের চকোলেটের পোশাক পড়ে মঞ্চে উঠলেন। নাচলেনও। অনুষ্ঠানে হাজির ছিলেন দেশবিদেশের মডেল এবং সেলেবরা। দেখুন সেই ভিডিও-