নয়াদিল্লি: বিজেপি মুসলিম ও নিচু জাতের মানুষের বিরোধী, এমন একটা ধারণা আছে দেশের মানুষের মধ্যে। এর ফলে আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপি-র ভোট কমতে পারে। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকজনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান। তাঁর মতে, নরেন্দ্র মোদী সরকারকে ভাবমূর্তি বদলাতে হবে।
মোদীই যে ফের ক্ষমতায় আসবেন, সে বিষয়ে আশাবাদী হলেও, বিজেপি-কে শুধু উচ্চবর্ণের হিন্দুদের দলের ভাবমূর্তি বদলাতে হবে বলে মন্তব্য করেছেন পাসোয়ান। তিনি বলেছেন, ‘সরকার সবার জন্য কাজ করছে। এমনকী, সংখ্যালঘুদের জন্যও সরকার অনেক কাজ করেছে। কিন্তু তারপরেও সরকারের প্রতি সংখ্যালঘু ও পিছিয়ে থাকা অংশের মানুষের মানুষের ধারণা বদলাচ্ছে না। বিরোধী দলগুলি এর সুযোগ নিতে পারে। তাই বিজেপি-কে ভাবমূর্তি বদলাতে হবে।’
১০ বারের সাংসদ পাসোয়ান আরও বলেছেন, ‘এখন কেন্দ্রীয় সরকার সম্পূর্ণভাবে বিজেপি সরকার। বিজেপি-র সংখ্যাগরিষ্ঠতা আছে। তারপরেও আমাদের মতো জোটসঙ্গীদের জায়গা দিয়েছেন মোদী। আমি এনডিএ ছাড়ার কথা ভাবছি না। কেউ আমাকে এই প্রস্তাবও দেয়নি। আমি নিজের অবস্থানে খুশি।’
মুসলিম ও নিচু জাত-বিরোধী ভাবমূর্তির ফলে বিজেপি-র ভোট কমতে পারে, বলছেন পাসোয়ান
Web Desk, ABP Ananda
Updated at:
30 Mar 2018 07:05 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -