গাঁধী, পটেলের জন্মবার্ষিকী উদযাপনে ১৫০ কিমি পদযাত্রায় নামতে বিজেপি সাংসদদের নির্দেশ মোদির
Web Desk, ABP Ananda | 09 Jul 2019 01:23 PM (IST)
বৈঠকে রাজ্যসভা এমপিদেরও প্রধানমন্ত্রী বিজেপির সংগঠন যেসব কেন্দ্রে দুর্বল, সেখানে যেতে বলেছেন। জোশী বলেন, গ্রামগুলির পুনরুজ্জীবন ঘটিয়ে স্বনির্ভর করে তোলা, বৃক্ষরোপন ও জিরো বাজেট চাষবাসে গুরুত্ব দেওয়া হবে এইসব সফরে।
নয়াদিল্লি: মহাত্মা গাঁধী, বল্লভভাই পটেলের জন্মবার্ষিকী উদযাপনে বিজেপি সাংসদদের নিজ নিজ কেন্দ্রে ২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করতে বললেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বিজেপি সংসদীয় কমিটির বৈঠকে দলীয় সাংসদদের বলেছেন, ১৫০ কিমি দূরত্ব পেরতে হবে পদযাত্রায়। সংসদীয় বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী সাংবাদিকদের একথা জানিয়েছেন। বৈঠকে রাজ্যসভা এমপিদেরও প্রধানমন্ত্রী বিজেপির সংগঠন যেসব কেন্দ্রে দুর্বল, সেখানে যেতে বলেছেন। জোশী বলেন, গ্রামগুলির পুনরুজ্জীবন ঘটিয়ে স্বনির্ভর করে তোলা, বৃক্ষরোপন ও জিরো বাজেট চাষবাসে গুরুত্ব দেওয়া হবে এইসব সফরে। বৈঠকে সম্প্রতি পেশ হওয়া সাধারণ বাজেট নিয়ে ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটের দৃষ্টি সূদূরপ্রসারী বলে অভিমত জানান তিনি। জোশী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনী ইস্তাহারে যেসব কথা আমরা বলেছি, আমাদের আগামীদিনের দৃষ্টিভঙ্গিতে তার প্রতিফলন থাকতে হবে।