এলাহাবাদ: নানা মামলায় আদালতে হাজিরা দিতে দিতে হয়রান হয়ে যান পুলিশকর্মীরা। আদালতে আসেন, তারপর শোনেন, মামলার শুনানি অন্য আর একদিন হবে। তার থেকে এমন করা যায় না, আগামী শুনানির দিনটা পুলিশকর্মীর মোবাইলে এসএমএসের মাধ্যমে পৌঁছে গেল? তা হলে আর তাঁকে বারবার আদালতের দরজায় ঘুরতে হবে না। এলাহাবাদ হাইকোর্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরামর্শ দিলেন। পুলিশ স্টেশনগুলির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের যোগাযোগের পক্ষে সওয়াল করেছেন তিনি। তাঁর মতে, এতে যে শুধু সময় আর অর্থ বাঁচবে তা নয়, তদন্তও অনেক উন্নত হবে।


প্রধানমন্ত্রী বলেছেন, বিচারবিভাগকে আরও উন্নত করতে প্রযুক্তি বিরাট ভূমিকা নিতে পারে। আর নতুন ভারত গড়তে বিচারবিভাগের নৈপুণ্য অত্যন্ত জরুরি- স্বাধীনতা আন্দোলনে বিচারবিভাগ রীতিমত বড় ভূমিকা নেয়। স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হল এই বিচারবিভাগ।

তাঁর কথায়, আগে সেরা আইনজীবীরাও মোটা মোটা বইয়ের পাতায় মুখ ডুবিয়ে আইন আর পুরনো রায়ের  খুঁটিনাটি জানতেন। এখন এসে গিয়েছে গুগল গুরু। মুহূর্তে উত্তর সামনে চলে আসছে। এর ফলে আদালতে সওয়াল জবাবের ধার যেমন বেড়েছে, তেমনই সহজ হয়েছে বিচারকদের কাজ।

এনডিএ সরকার ক্ষমতায় এসে ১,২০০-র বেশি অপ্রয়োজনীয় আইন বাতিল করেছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।