গত ১৪ বছরে উত্তরপ্রদেশে বনবাসে গিয়েছে উন্নয়ন, অখিলেশকে তোপ মোদীর
ABP Ananda, web desk | 08 Feb 2017 06:53 PM (IST)
গাজিয়াবাদ: উত্তরপ্রদেশে ভোটের প্রচারে গিয়ে অখিলেশ যাদব সরকারকে তুলোধুনো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি অভিযোগ করেন, অখিলেশ সরকার দুর্নীতি ও অপরাধকে তোল্লা দিয়ে গত পাঁচ বছরে রাজ্যকে ‘গোল্লায়’ পাঠিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর আর্জি জানিয়ে তিনি বলেছেন, এর মাধ্যমেই রাজ্যের ‘উন্নয়নের ১৪ বছরের বনবাসে’র অবসান ঘটবে। রাজ্যের প্রথম দফার নির্বাচনের আগে গাজিয়াবাদে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সমাবেশে’ বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেছেন, তরুণ ও শিক্ষিত মুখ্যমন্ত্রী হিসেবে অখিলেশের ওপর অনেক আশা ছিল। কিন্তু অখিলেশ হতাশ করেছেন। গত পাঁচ বছরে রাজ্যকে ‘ধ্বংস’ করে ছেড়েছেন অখিলেশ। মোদী কংগ্রেস-সমাজবাদী পার্টির জোটেরও তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ভোটে ভরাডুবির হাত থেকে বাঁচতে ‘ডুবন্ত নৌকায়’ পা রেখেছে সমাজবাদী পার্টি। ৪৫ মিনিটের ভাষণে মোদী আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে অখিলেশ সরকারের ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন। বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকার যে ভুলগুলি করেছে তা সংশোধনের প্রতিশ্রুতিও মোদী দিয়েছেন। মোদী বলেছেন, দিনের আলো নিভলেই উত্তরপ্রদেশের মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় পান। তাঁর দাবি, শাসক দল গুণ্ডাদের মদত দিচ্ছে। তাই রাজ্যে অপরাধের বাড়বাড়ন্ত ঘটছে।