নয়াদিল্লি: সন্ত্রাসবাদের প্রজনন ঘটাচ্ছে পাকিস্তান। জঙ্গিদের উৎসাহ দিচ্ছে, সাহস জোগাচ্ছে। নাম না করে পাকিস্তানকে এই ভাষাতেই আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


৭১-এর মুক্তিযুদ্ধে শহিদদের পরিবারবর্গের সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় এমন একটি চিন্তাধারা কাজ করছে, যা সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে, উৎসাহ জোগাচ্ছে।

এর আগে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেন মোদী। তিনি বলেন, শুধু সাধারণের উন্নয়নের জন্যই তাঁদের এই সহযোগিতা নয়, কট্টরপন্থা ও সন্ত্রাসবাদ থেকেও মানুষকে বাঁচাতে হবে। শুধু ভারত-বাংলাদেশ নয়, এই সন্ত্রাসবাদ গোটা অঞ্চলের শত্রু। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কঠোর হাতে জঙ্গিদমনে নেমেছেন, তা সকলের কাছে শিক্ষণীয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে হাসিনা সরকারের জিরো টলারেন্স নীতি সকলের কাছে প্রেরণা বলে তিনি মন্তব্য করেন।