তেহরান: দু’দিনের সফরে ইরানে পৌঁছলেন নরেন্দ্র মোদী। ইরানের সঙ্গে ভারতের পুরনো বন্ধুত্বের কথা মনে করিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

তেহরান বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান সেদেশের অর্থমন্ত্রী আলি তায়েবনিয়া। । বিমানবন্দর থেকে মোদী সোজা চলে যান ভাই গঙ্গা সিংহ সভা নামে একটি স্থানীয় গুরুদ্বারে। শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলেন তিনি।

সোমবার ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন মোদী। দুপুরে ইরানের প্রেসিডেন্ট হাসান রওহানির সঙ্গে বৈঠক করবেন তিনি। এই সফরে ইরান ও আফগানিস্তানের সঙ্গে ভারতের একটি ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার কথা। ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেনির সঙ্গেও দেখা করতে পারেন নরেন্দ্র মোদী।