মুম্বই: বৃহন্মুম্বই পুরনিগম বা বিএমসির অনুষ্ঠানে মোদী মোদী ধ্বনি উঠেছে। ক্ষিপ্ত শিবসেনা মন্তব্য করল, নরেন্দ্র মোদী ভক্তরাই তাঁর পতন ডেকে আনবে, ঠিক যেমন ইন্দিরা গাঁধীর সঙ্গে হয়েছিল।
বুধবার বিএমসির এক জিএসটি সংক্রান্ত চেক বিতরণ অনুষ্ঠানে বিজেপি পুর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে স্লোগানে আকাশ বাতাস কাঁপান।অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি ও শিবসেনার বেশ কয়েকজন নেতা, ছিলেন সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরেও। বিজেপির স্লোগানের জবাবে সঙ্গে সঙ্গে সেনা সমর্থকরা শিবসেনার হয়ে জয়ধ্বনি দিতে শুরু করেন। এ সময় একজন বিজেপি পুরপ্রতিনিধি সেনা কর্মীদের হাতে নিগৃহীত হন বলে অভিযোগ।
পুরনিগমের অনুষ্ঠানে মোদীর নামে স্লোগান শুনে বেজায় চটে শরিক শিবসেনা। দলীয় মুখপত্র সামনায় এক সম্পাদকীয়তে তারা লিখেছে, যারা অপ্রয়োজনীয়ভাবে মোদীর নামে হইচই করছিল, তারা আসলে তাঁর ভাবমূর্তির ক্ষতি করছে। এক সময় ইন্দিরা গাঁধীর নামেও এমন স্লোগান উঠত। ভক্তরা বলত, ইন্দিরা ইজ ইন্ডিয়া। দেশকে সেই অপমান থেকে যে বিপ্লব হয়, তা তাঁর পতন ডেকে আনে।
সেনা মুখপত্রের বক্তব্য, একজন গর্বিত মোদী সমর্থক আর মোদীর উন্মাদ ভক্তের মধ্যে যে তফাত রয়েছে তা বোঝা উচিত।
তাদের আরও মন্তব্য, ৭১-এ ইন্দিরা শুধু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধেই জেতেননি, তারা হাঁটু গেড়ে বসিয়ে দেশ ভাগ করে দেন। তারপরেও কিন্তু ভোটে হেরে যান তিনি। বিজেপি নেতৃত্বকে এটাই জানানো হচ্ছে যে সেই হারের কারণ ছিল, তাঁর সমর্থকদের বাড়াবাড়ি রকমের ইন্দিরা ভক্তি।
সামনার দাবি, গোটা বিশ্ব যখন মোদীর বিপক্ষে ছিল, তখন তারা তাঁকে সমর্থন করে। অথচ আজ যাঁরা মোদী মোদী করে চেঁচামেচি করছেন, তখন তাঁরা ভয়ে চুপ করে ছিলেন। বিএমসি-র অনুষ্ঠানে মোদীর নামে স্লোগান তোলার যৌক্তিকতা কী, সেই প্রশ্নও তুলেছে তারা।
ইন্দিরা ভক্তদের মতই মোদী ভক্তরা তাঁর পতন ডেকে আনবে, বলল শিবসেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2017 01:13 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -