মাহোবা (উত্তরপ্রদেশ): এবার তিন তালাক প্রথার নিন্দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উত্তরপ্রদেশের বুন্দেলখণ্ডের ‘মহা পরিবর্তন’ জনসভায় মোদী বলেন, কোনও হিন্দু কন্যাভ্রুণ হত্যা করলে তার জেল হয়, তাহলে আমার মুসলিম বোনেরা কী অন্যায় করলেন যে স্রেফ একটা ফোনেই তাঁদের কেউ তালাক দিয়ে দেবে! তাঁদের জীবনটা ছারখার হয়ে যাবে। মুসলিমদের এই প্রথার তীব্র নিন্দা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।
এই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে মোদীর আর্জি, তারা যেন তিন তালাক বিষয়টিকে হিন্দু বনাম মুসলিম বা বিজেপি বনাম অন্য দলের মধ্যে বিরোধ হিসাবে না দেখায়। আরও বলেন, বিষয়টি এখন সুপ্রিম কোর্টের অধীনে। কেন্দ্র স্পষ্টতই জানিয়ে দিয়েছে, ধর্মের দোহাই দিয়ে নারী বৈষম্য বা মহিলাদের ওপর নির্যাতন উচিত নয়। গণতন্ত্রে আলোচনা অবশ্য জরুরি। তিনি বলেন, মুসলিম মহিলাদেরও সমানাধিকার থাকা উচিত। কেন তাঁরা সেই অধিকার পাবেন না?
মোদী আরও বলেন, আমি অবাক হয়ে যাই, দেশের কিছু রাজনৈতিক দল ভোট-ব্যাঙ্কের কথা ভেবে মহিলাদের ওপর এই ধরনের অবিচার চালিয়ে যাওয়ার পক্ষেই সওয়াল করে। রাজনীতি এবং নির্বাচন দুটি ভিন্ন জায়গা। সংবিধান অনুযায়ী, মুসলিম মহিলাদের সম্মান ফিরিয়ে দেওয়া সরকার এবং তা দেশের মানুষেরই দায়িত্ব।
সামনেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। প্রধানমন্ত্রী বলেন, উত্তর প্রদেশকে ‘উত্তম প্রদেশ’ করতে চাইলে এসপি বিএসপি-র ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে।
তিন তালাকে হিন্দু বনাম মুসলিম ইস্যু না করার ডাক মোদীর, নিন্দা কন্যাভ্রুণ হত্যার
Web Desk, ABP Ananda
Updated at:
24 Oct 2016 08:35 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -