নয়াদিল্লি: জুনের শুরুতেই সম্ভবত হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল। তবে দিন এখনও ঠিক হয়নি। বিজেপি সভাপতি অমিত শাহ এ কথা জানিয়েছেন। অসমে ভোটপর্ব চোকার পর এই রদবদল অনিবার্য ছিল কারণ ক্রীড়ামন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল অসমের মুখ্যমন্ত্রী হয়েছেন। স্বাভাবিকভাবেই ক্রীড়ামন্ত্রক থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তাঁর জায়গায় কাউকে নিযুক্ত করতে হবে। পাশাপাশি কয়েকজন মন্ত্রীর কাজে প্রধানমন্ত্রী খুশি নন। ছাঁটাই করা হতে পারে তাঁদেরও।

পড়ে থাকা কিছু কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে নরেন্দ্র মোদী তাঁর মন্ত্রিসভা পুনর্বিন্যাস করতে চান বলে খবর। তবে অরুণ জেটলি, রাজনাথ সিংহ, সুষমা স্বরাজ ও নীতীন গড়কড়ির মত মন্ত্রীরা তাঁদের মন্ত্রকেই বহাল থাকবেন বলে জানা গেছে।