নয়াদিল্লি: আগের ঘোষণামত মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন ১৯জন নয়া কেন্দ্রীয় মন্ত্রী। এই সম্প্রসারণে মূলত ‘কাজের মানুষ’-দেরই গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ ও বনমন্ত্রকের প্রতিমন্ত্রী প্রকাশ জাভড়েকরকে পূর্ণমন্ত্রী পদে উন্নীত করা হয়েছে, অন্য ১৯জনকে মন্ত্রিসভায় আনা হয়েছে প্রতিমন্ত্রী হিসেবে। জানা যাচ্ছে, মূলত কৃষক, গ্রামবাসী ও গরিব মানুষের উন্নয়নের কথা মাথায় রেখে এই সম্প্রসারণ ঘটিয়েছেন প্রধানমন্ত্রী, একই সঙ্গে কষা হয়েছে উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ ভোটের অঙ্ক। এছাড়া তাৎপর্যপূর্ণভাবে মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ৫ মন্ত্রী। এঁরা হলেন, রামশঙ্কর কাঠেরিয়া, নিহাল চাঁদ, সানওয়ারলাল জাঠ, মনসুখভাই ভাসাভা ও এম কে কুন্দারিয়া। এই নিয়ে দ্বিতীয়বার সম্প্রসারিত হল মোদী মন্ত্রিসভা। আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল ও রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার রামদাস আঠাওয়ালে ছাড়া অন্য মন্ত্রীরা সকলেই বিজেপির। শিবসেনার নয়া মন্ত্রক লাভের কথা শোনা গেলেও সম্ভবত বিজেপির সঙ্গে সাম্প্রতিক ঝামেলার কারণেই এই সম্প্রসারণে জায়গা পেল না তারা, শপথগ্রহণেও তাদের দেখা যায়নি। ১৯জন নতুন মন্ত্রীর মধ্যে কয়েকজন আগে নানা রাজ্য সরকারে দফতর সামলেছেন, অর্থাৎ বাস্তবের সঙ্গে তাঁদের পরিচয় রয়েছে। এই অভিজ্ঞ মুখেরা হলেন- কর্নাটকের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চাণ্ডাপ্পা জিগজিনাগি, গুজরাতের দুই প্রাক্তন মন্ত্রী পুরুষোত্তম রূপালা ও যশবন্ত সিন বাভর, গুজরাতের প্রাক্তন অ্যাগ্রো- ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রধান মনসুখ মান্দাভিয়া ও উত্তরপ্রদেশের প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী মহেন্দ্রনাথ পাণ্ডে। শপথ নিচ্ছেন অনুপ্রিয়া প্যাটেল শপথ নিচ্ছেন রামদাস আঠাওয়ালে শপথ নিচ্ছেন রমেশ চাণ্ডাপ্পা জিগজিনাগি শপথ নিচ্ছেন যশবন্ত সিন বাভর শপথ নিচ্ছেন পুরুষোত্তম রূপালা শপথ নিচ্ছেন মনসুখ মান্দাভিয়া শপথ নিচ্ছেন মহেন্দ্রনাথ পাণ্ডে এছাড়া মন্ত্রিসভায় এসেছেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের সাংসদ কৃষ্ণা রাজ ও আলমোড়ার সাংসদ অজয় টামটা। শপথ নিচ্ছেন কৃষ্ণা রাজ শপথ নিচ্ছেন অজয় টামটা বিভিন্ন বিষয়ে পেশাদার কয়েকজনকেও জায়গা দেওয়া হয়েছে। এঁরা হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন অ্যাডভোকেট পি পি চৌধুরী, নামি চিকিৎসক সুভাষ রাম রাও ভামরে, লেখক ও বিখ্যাত সাংবাদিক এম জে আকবর, রাজস্থানের প্রাক্তন অফিসার অর্জুন মেঘওয়াল এবং নর্মদা নদী সংরক্ষণকারী অনিল মাধব দাভে। শপথ নিচ্ছেন পি পি চৌধুরী শপথ নিচ্ছেন সুভাষ রাম রাও ভামরে শপথ নিচ্ছেন এম জে আকবর শপথ নিচ্ছেন অর্জুন মেঘওয়াল শপথ নিচ্ছেন অনিল মাধব দাভে এছাড়া মন্ত্রিসভায় এখন এলেও আগে কেন্দ্রীয় মন্ত্রক সামলেছেন, এমন দু’জন হলেন ফগন কুলস্তে ও দিল্লির বিজয় গোয়েল। শপথ নিচ্ছেন ফগন কুলস্তে আর যাঁরা জায়গা পেয়েছেন, তাঁরা সকলেই রাজনীতির দুনিয়ায় পরিচিত মুখ। এঁরা হলেন দার্জিলিংয়ের সাংসদ এস এস অহলুওয়ালিয়া, অসমের রাজন গোহাঁই ও রাজস্থানের সি আর চৌধুরী। শপথ নিচ্ছেন রাজন গোহাঁই শপথ নিচ্ছেন এস এস অহলুওয়ালিয়া শপথ নিচ্ছেন সি আর চৌধুরী