নয়াদিল্লি: কাবুলে মসজিদে আত্মঘাতী হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে মোদী লেখেন, কাবুলে শিয়া মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাছি। অকারণে যেসব নিরীহ প্রাণ চলে গেল, তাঁদের প্রতি শ্রদ্ধা।

মোদী বলেন, শান্তিতে বেঁচে থাকতে জঙ্গিদের সমর্থন করা বন্ধ হোক। সন্ত্রাস দমনে আফগানিস্তানের পাশে রয়েছে ভারত।





উল্লেখ্য, আজ আফগানিস্তানের রাজধানী কাবুলে মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলায় মৃত্যু হয় ৩২ জনের। হামলার দায় স্বীকার করে আইএস জঙ্গি গোষ্ঠী।