আমদাবাদ:  রাজ্যসভা নির্বাচনে গুজরাত থেকে আসন জেতায় বিজেপি সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জয়ের পর সংসদে প্রথমবারের জন্যে সদস্য হিসেবে প্রবেশ করবেন অমিত শাহ। স্মৃতি ইরানি ফিরছেন দ্বিতীয়বারের জন্যে। তবে ৪৪ ভোট পেয়ে কার্যত মোদী-অমিত শাহর বিজয়রথকে থামিয়ে গুজরাত থেকে রাজ্যসভায় আসন জিতেছেন প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পটেলও। গতকালেনর নির্বাচনে সনিয়া গাঁধীর সচিব আহমেদ পটেলের জয়কে বিজেপির কাছে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।  মঙ্গলবার রাজ্যসভার তিনটি আসনে ভোটগ্রহণ ছিল।

অমিত শাহ এবং স্মৃতি ইরানিকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  টুইটারে লেখেন,

Congratulations to BJP President @AmitShah & ministerial colleague @smritiirani on getting elected to the Rajya Sabha from Gujarat.


— Narendra Modi (@narendramodi) August 9, 2017

পাশাপাশি বিজেপির সভাপতি হিসাবে ৩ বছর কাজ করার জন্যও অমিত শাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। স্মৃতি ইরানিকেও শুভেচ্ছা জানিয়েছেন মোদী তাঁর সাফল্যের জন্যে। মোদী টুইট বার্তায় লিখেছেন, অমিত শাহ সভাপতি থাকার সময় দল বিস্তার লাভ করেছে। জাতি গঠনে অমিত শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।