১৯ বছর সনিয়া দলের সভানেত্রী পদে ছিলেন। সভাপতি পদে আর কোনও প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমেই সভাপতি নির্বাচিত হলেন ৪৭ বছর বয়সি রাহুল। আগামী শনিবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নিচ্ছেন তিনি। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে গুজরাতে বিজেপিকে হারানোর চক্রান্তে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে জড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আজ তুমুল বাকযুদ্ধ চলছে কংগ্রেসের। মোদী 'বিপজ্জনক নজির' তৈরি করছেন বলে মন্তব্য করে তাঁকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলেন স্বয়ং মনমোহন। কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা অভিযোগ করেন, মোদী রাজনৈতিক বিতর্কের স্তর অপ্রত্যাশিত ভাবে এতটা নীচে নামিয়ে এনেছেন, যে তাঁর পদমর্যাদা ক্ষুন্ন হয়েছে। সেই প্রেক্ষাপটেই রাহুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। কংগ্রেস সভাপতি হওয়ায় রাহুলকে অভিনন্দন মোদীর
Web Desk, ABP Ananda | 11 Dec 2017 07:52 PM (IST)
নয়াদিল্লি: কংগ্রেস সহ সভাপতি পদ থেকে দলের সভাপতি পদে রাহুল গাঁধীর আরোহনে তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাত বিধানসভা ভোটের প্রচার যুযুধান দুই শিবিরের প্রধান মোদী ও রাহুল, পরস্পরকে নিশানা করে জনসভায় তোপ দাগছেন অহরহ। কটাক্ষ, বিদ্রূপও চলছে। সোমবার বিনা প্রতিদ্বন্দিতায় সনিয়া গাঁধীর হাত থেকে কংগ্রেসের নেতৃত্বের ব্যাটন তুলে নেওয়ার পর রাহুলের উদ্দেশ্য প্রধানমন্ত্রী ট্যুইট করেন, রাহুলজিকে কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। ওই পদে তিনি সফল হোন, এই শুভেচ্ছা রইল।