নয়াদিল্লি: 'মন কি বাত'-এর ভাষণে বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নোট বাতিলের হয়ে সওয়াল নরেন্দ্র মোদীর। রেডিও-র মাধ্যমে দেশবাসীকে নিজের বার্তা পৌঁছে দিতে তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে প্রধানমন্ত্রী দাবি করেন, এখন কী করে ক্যাশলেস হতে হবে অর্থাত্ নগদ ছাড়াই লেনদেন করা সম্ভব, সে ব্যাপারে জানতে কৌতূহল দেখাচ্ছেন মানুষ। নিজে না জানলে অন্যের কাছ থেকে শিখে নিতে চাইছেন। মোদী এও বলেন, দেশে নগদহীন লেনদেন ২০০-৩০০ শতাংশ বেড়েছে। আর্থিক লেনদেন ও ব্যয় মেটানোয় ডিজিটাল সিস্টেম কাজে লাগানোয় সামনের সারিতে থাকতে হবে আমাদের।
পাশাপাশি কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করে তিনি এও জানান, তাঁর সরকার শীঘ্রই বেনামি সম্পত্তির কড়া হাতে মোকাবিলা করতে একটি শক্তিশালী আইন কার্যকর করবে। বলেন, ১৯৮৮ সালে তৈরি হয়েছিল বেনামি সম্পত্তি আইন, কিন্তু তার ধারাগুলি স্পষ্ট ভাবে বানানো হয়নি, এমনকী বিজ্ঞপ্তিও জারি হয়নি। এভাবে বছরের পর বছর আইনটাকে হিমঘরে ফেলে রাখা হয়েছিল। আমরা সেটা পুনরুদ্ধার করে বেনামি সম্পত্তি মোকাবিলায় উপযুক্ত আইনে পরিণত করেছি। আগামী দিনে এই আইন কার্যকর হবে। দেশ, জনগণের ভালর জন্য যা যা করা প্রয়োজন, সব অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে। মোদীর কথায়, আমি আশ্বাস দিচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযানের এই সবে শুরু। এ যুদ্ধ জিততে হবে আমাদের। থামার, পিছু হটার প্রশ্নই ওঠে না।
বিমুদ্রাকরণ চালু হওয়ার পর থেকে বারবার বাতিল নোট ব্যাঙ্কে জমা দেওয়া ও টাকা তোলার নিয়ম বদলের অভিযোগ প্রসঙ্গে বিরোধীদের আক্রমণের জবাবে তিনি বলেন, সহানুভূতিশীল সরকার হিসাবে মানুষের সুবিধা-অসুবিধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রয়োজন মতো নিয়ম বদলাতে হয়, যাতে তাঁরা দুর্ভোগে না পড়েন। আবার একইসঙ্গে 'দুর্নীতিবাজদের নোংরা, নতুন নতুন কৌশল' মোকাবিলাও করতে হয় সরকারকে। যারা খোলাখুলি দুর্নীতি, কালো টাকা সমর্থন করতে পারে না, তারা লাগাতার সরকারের দোষ ধরতেই ব্যস্ত থাকে বলে মন্তব্য করেও মোদী বিরোধীদের কটাক্ষ করেন।