গাজবেল (তেলঙ্গনা): গো-রক্ষার নামে দেশজুড়ে বিভিন্ন সংগঠনের ‘জুলুমবাজি’-কে ফের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রবিবার তেলঙ্গনায় ভগীরথ প্রকল্পের উদ্বোধনে গিয়ে মোদী দেশবাসী ও সব রাজ্যের প্রতি আহ্বান করেন, এই সব ‘ভুয়ো গো-রক্ষাকারী’-দের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তিনি  জানান, এই সব মানুষ আদপেই গরুকে রক্ষা করার বিষয়ে চিন্তিত নয়। তাদের আসল উদ্দেশ্য, গো-রক্ষার নামে সমাজে অস্থিরতা তৈরি করা।

প্রসঙ্গত, গতকালও এই ইস্যুতে সোচ্চার হয়েছিলেন তিনি। গো-রক্ষার নামে সাধারণ মানুষের ওপর 'জুলুমবাজি'র নিন্দা করে জানিয়ে দেন, গোরক্ষার নাম করে যারা সমাজবিরোধী কাজকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চান তিনি।

এদিকে, মোদীর এই মন্তব্যকে ‘দমবাজি’ বলে কটাক্ষ করেছে কংগ্রেস। দলের মুখপাত্র মণীশ তিওয়ারির অভিযোগ, প্রধানমন্ত্রীর সহ-যোদ্ধারাই গো-রক্ষার নামে সন্ত্রাস চালাচ্ছে। দাদরিকাণ্ডে মোদীর মুখ বন্ধ রাখার বিষয়েও প্রশ্ন তোলেন তিওয়ারি। তাঁর দাবি, মোদীর উচিত ভিএইচপি-কে নিষিদ্ধ করার জন্য আরএসএস-এর ওপর চাপসৃষ্টি করা, বজরং দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

যদিও, কংগ্রেসের এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। দলের নেতা সিদ্ধার্থ নাথ সিংহ জানান, প্রধানমন্ত্রী নিজের মুখে এই অবৈধ গো-রক্ষা সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের ডাক দিচ্ছেন—এর চেয়ে বড় কথা আর কি-ই বা হতে পারে। তাঁর দাবি, মোদীর বিরুদ্ধে বলার জন্য বিরোধিদের হাতে কিছুই নেই। তাই নিজেদের ব্যর্থতাকে ঢাকতে এসব কথা বলে যাচ্ছে।