পানাজি: যুদ্ধ নিয়ে বক্তৃতা দেওয়া সোজা, কিন্তু সাধারণ মানুষের ওপর তার প্রভাব নিয়ে শাসককে ভাবতে হয়। পাকিস্তানের সঙ্গে ‘যুদ্ধের পরিস্থিতি’ তৈরি হওয়ার প্রসঙ্গে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন গোয়ায় একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মোদী জানান, সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে তাঁর কথা হচ্ছিল। সেই সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, লাগাতার হামলা সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করছে না ভারত?
উত্তরে ওই সাংবাদিককে তিনি পাল্ট প্রশ্ন করেন, যদি সমস্যার সৃষ্টি হয়, তখন তিনি কী করবেন? প্রধানমন্ত্রী যোগ করেন, যুদ্ধ লাগলে, কোনও বিদ্যুৎ থাকবে না, খাদ্যভাণ্ডারের আকাল দেখা দেবে, রেল পরিষেবা স্থগিত হয়ে যাবে।
প্রধানমন্ত্রীর মতে, যুদ্ধ নিয়ে বক্তৃতা দেওয়া সোজা, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে এটা মাথায় রাখতে হবে যে, জনসাধারণকে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়।
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বরে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় জওয়ানরা ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর পর কাশ্মীর সীমান্ত লাগাতার সংঘর্ষবিতরি চুক্তি ভঙ্গ করে চলেছে পাকিস্তান। এপর্যন্ত শতাধিক বার তারা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে।
যুদ্ধের ভাষণ দেওয়া সোজা, সরকারকে তার প্রভাব নিয়ে ভাবতে হয়: মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
13 Nov 2016 05:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -