নয়াদিল্লি: তিস্তা নদীর জলবণ্টন নিয়ে উদ্ভূত সমস্যা শিগগিরই মিটে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আশাপ্রকাশ করলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তিস্তার গুরুত্ব আমাদের দু’দেশের কাছে সমান। সে জন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আমাদের মাননীয় অতিথি।
প্রধানমন্ত্রীর কথায়, বাংলাদেশের প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনুভূতি ততটাই উষ্ণ, যতটা তাঁর নিজের।
তিনি বলেন, শুধু ভূমিগত সীমানা নয়, নদীও ভাগাভাগি করে নিয়েছে ভারত-বাংলাদেশ। নদীই আমাদের মানুষকে বাঁচিয়ে রেখেছে, তাদের প্রাণধারণে সাহায্য করেছে। যে নদীটি আমাদের সকলের মনোযোগ কেড়ে নিয়েছে, তা হল তিস্তা। এই নদী ভারত, বাংলাদেশ ও ভারত-বাংলাদেশ সম্পর্ক- সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।
শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষের প্রতি তাঁর প্রতিশ্রুতি, তিস্তা ইস্যু মেটানোর নিরলস চেষ্টা চালানো হবে। তাঁর দৃঢ় বিশ্বাস, দিল্লিতে বিজেপি সরকার ও ঢাকায় হাসিনা সরকার- উভয়ে মিলে দ্রুত তিস্তা জলবণ্টন সংক্রান্ত সমস্যার সমাধান খুঁজে পাবে।
হাসিনাও জানান, তাঁর আশা, দ্রুত যাবতীয় বাকি থাকা ইস্যু মিটিয়ে ফেলতে পারবেন তাঁরা।
দ্রুত মেটানো হবে তিস্তা ইস্যু, হাসিনাকে আশ্বাস প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2017 04:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -