নয়াদিল্লি: ট্যুইট করে দিল্লিবাসীকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। দিল্লি পুরভোটে বিজেপির জয়জয়কার। ধরাশায়ী আমআদমি পার্টি, কংগ্রেস। একের পর এক ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের জয়ের খবর ঘোষণায় প্রধানমন্ত্রী ট্যুইট করেন, বিজেপিকে ভরসা করায় দিল্লির মানুষের প্রতি কৃতজ্ঞ। এমসিডি ভোটে মসৃণ জয় সম্ভব হওয়ায় দিল্লির বিজেপি নেতা-কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করছি।
মোদীর পাশাপাশি কলকাতা সফরে ব্যস্ত অমিত শাহও দিল্লির সাফল্যের জন্য রাজধানীর মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এটা মোদীর নেতৃত্বের জয় বলে দাবি করেন। বিজেপি সভাপতি সাংবাদিক সম্মেলনে বলেন, বিজেপির কাছে এটা অভূতপূর্ব জয়। দিল্লির মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা মোদীজীর নেতৃত্বের জয়। দিল্লির জনতা নেতিবাচক ও অজুহাত দেওয়ার রাজনীতি প্রত্যাখ্যান করে মোদীর বিজয়রথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন। মোদীজীর নেতৃত্বের স্বীকৃতি এটা।