নয়াদিল্লি: আগামী মঙ্গলবার লন্ডনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপেন হার্ট সার্জারি হবে। তার আগে শরিফকে শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
টুইটারে মোদী লিখেছেন, 'পাক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি'।





উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম নওয়াজ ট্যুইট করে তাঁর বাবার অস্ত্রোপচারের খবর দেন। তিনি জানান, ২০১১ সালে প্রথমবার শরিফের হৃদযন্ত্রে কিছু সমস্যা ধরা পড়ে। সেবারও ওপেন হার্ট সার্জারি করতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত চিকিৎসা চলছে। সম্প্রতি ফের কিছু সমস্যা ধরা পড়ায় ওপেন হার্ট সার্জারি করতে হবে। 

এই অস্ত্রোপচারের তিন দিন আগে থেকে শরিফের বিশেষ চিকিৎসা শুরু হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁকে অন্তত এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। চিকিৎসকরা অনুমতি দিলেই দেশে ফিরবেন পাক প্রধানমন্ত্রী।

এর আগে পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফও শরিফের অস্ত্রোপচারের কথা জানান।