মুম্বই: কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাইরের কোনও দেশের সরকারি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে কোনও বাধা নেই, কেন্দ্রের এনডিএ সরকারের এই ঘোষণার তীব্র বিরোধিতা করে মুখ খুলল শরিক শিবসেনা। দলীয় মুখপত্র সামনা-য় ক্ষোভ উগরে দিয়ে তারা বলেছে, কেন্দ্রের বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সুযোগ করে দিয়ে কাশ্মীরী বিচ্ছিন্নতাবাদীদের ‘ছাড়’ দিল! গিরগিটির চেয়েও দ্রুত রং বদলাচ্ছে মোদী সরকার, এমন তীব্র শ্লেষাত্মক কটাক্ষ করেছে উদ্ধব ঠাকরের দল।
তারা এও বলেছে, অযোধ্যায় রামমন্দিরকে বাবরি মসজিদ বলা আর হুরিয়তের ব্যাপারে কেন্দ্রের এহেন ডিগবাজি একই ব্যাপার। হুরিয়ত এবার কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কথা বলবে কেন্দ্রের বদান্যতায়। কাল হয়ত কাশ্মীর নিয়ে কথা হবে মাসুদ আজহার, দাউদ ইব্রাহিম, জাকিউর রহমান লকভির সঙ্গে!
শিবসেনা সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, যখন গিরগিটির থেকেও দ্রুত রং বদলে যায়, লোকে ভাবে, কী করে মোদী সরকার এটা করছে। কংগ্রেস হুরিয়ত, কাশ্মীর নিয়ে এমন ভোল বদল করলে বিজেপি, সঙ্ঘ পরিবার তো তাদের পাকিস্তানের এজেন্ট তকমা দিত নিশ্চয়ই। তারপর এও বলা হত, কংগ্রেস দেশকে বেচে দিচ্ছে, এমন দেশদ্রোহীদের ক্ষমতা থেকে হটাতে হবে। গতকাল পর্যন্ত মোদী সরকার বলে এসেছে, পাকিস্তানের সঙ্গে কাশ্মীর বাদে আর সব কিছু নিয়ে কথা হবে। সেই অবস্থান বদলে গেল। এরকম দুর্বল অবস্থান কেন্দ্রের আগের কংগ্রেস সরকারও নেয়নি।
সামনা-য় এও বলা হয়েছে, আসলে এমন ডিগবাজি দেখে দেশবাসীর আদৌ অবাক হওয়া উচিত নয়। কাশ্মীরে ক্ষমতার লোভে বিজেপি যখন পাকিস্তান-ঘেঁষা তথা সন্ত্রাসবাদীদের হাত শক্ত করা পিডিপির সঙ্গে জোট করল, তখনই লোকে রং বদলটা ধরে ফেলেছে।
কাশ্মীর: গিরগিটির চেয়েও দ্রুত রং বদলাচ্ছে মোদী সরকার! কটাক্ষ শিবসেনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2016 12:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -