৬ দশক দেশ চালিয়েও পারেনি কংগ্রেস, সাড়ে ৩ বছরেই গাঁধীর পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন পূরণ করেছে মোদী সরকার, লোকসভায় বিজেপি এমপি-র দাবি
Web Desk, ABP Ananda
Updated at:
06 Feb 2018 03:44 PM (IST)
নয়াদিল্লি: নরেন্দ্র মোদী সরকার সাড়ে তিন বছরের শাসনে মহাত্মা গাঁধীর পরিস্কার, পরিচ্ছন্ন ভারতের স্বপ্ন পূরণ করেছে, যা প্রায় ৬ বছর দেশ চালিয়েও করতে পারেনি কংগ্রেস।
মঙ্গলবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবের ওপর আলোচনার সূচনা করে এমনই দাবি করলেন বিজেপি সাংসদ রাকেশ সিংহ। নানা ক্ষেত্রে, বিশেষ করে, স্বচ্ছ ভারত কর্মসূচি রূপায়ণে মোদী সরকারের সাফল্য দাবি করেন তিনি। স্বচ্ছ ভারত-এর প্রসঙ্গ তুলে বলেন, কংগ্রেস-ইউপিএ ৫৫ বছর ক্ষমতায় ছিল, কিন্তু গাঁধীর পরিচ্ছন্ন ভারত গড়ে তোলার স্বপ্ন সফল করেনি। আমরা করেছি। তিন বছরে মোট ৫.৫ কোটি শৌচাগার তৈরি হয়েছে দেশে। আমাদের সরকারের কাছে প্রতিটি ধর্মই সমান। আমরা বিরোধীদেরও উন্নয়ন প্রক্রিয়ার সমান শরিক বলে মনে করি।
বিজেপি সাংসদের দাবি, মোদী সরকার ধর্ম, জাতপাত নির্বিশেষে সব অংশের মানুষের কল্যাণ সুনিশ্চিত করছে। ইউপিএ জমানার বিভিন্ন কেলেঙ্কারি, দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তাঁর কটাক্ষ, আগে যাবতীয় আলোচনার বিষয়বস্তু ছিল দুর্নীতি, আজ আর তা নিয়ে কথা হয় না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -