নয়াদিল্লি: সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর কটাক্ষের পাল্টা জবাব দিল বিজেপি। দলীয় মুখপাত্র জিভিএল নরসিংহ বলেছেন, ‘মনমোহন সিংহ সরকার যখন পাকিস্তানকে সন্ত্রাসবাদের শিকার বলে গণ্য করত এবং সহজেই ছেড়ে দিত, তখন সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছে মোদী সরকার। শুধু ভারতীয় উপমহাদেশেই নয়, সারা বিশ্বে রাষ্ট্রপুঞ্জ, জি-২০, ব্রিকস, আশিয়ানের মতো আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে টেররিস্তানে পরিণত করেছে ভারত।’

২৬/১১ হামলার মূল চক্রী হাফিজ সইদের মুক্তি পাওয়া নিয়ে আজ মোদীকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর আলিঙ্গনও ২৬/১১ হামলার মূল চক্রী হাফিজ সইদকে পাকিস্তানে বন্দি রাখতে সক্ষম হল না।’

এর পাল্টা নরসিংহ বলেছেন, ‘বুরহান ওয়ানির প্রতি কংগ্রেস নেতাদের সহানুভূতি প্রকাশ এবং বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ানোর ঘটনা বুঝিয়ে দিয়েছে, তাঁরা পাকিস্তানের সমর্থকদের পাশে আছেন। যে দল ৬ দশক ধরে দেশ শাসন করেছে, তারাই সংখ্যালঘু ভোটব্যাঙ্কের স্বার্থে দেশকে রক্তাক্ত করা জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আপস করেছে। কংগ্রেস অপরাধীদের মদতদাতা।’