নয়াদিল্লি: কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই ‘দুর্নীতির শেকড়’ আরও গভীরে গিয়েছে। মোদী সরকারকে এভাবেই আক্রমণ শানালেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী।
রবিবার রামলীলা ময়দানে কংগ্রেসের জন আক্রোশ জনসভা থেকে সনিয়া অভিযোগ করেন, কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করে বিরোধীদের উত্যক্ত করতে কোনও কসুর করছে না কেন্দ্র। তিনি যোগ করেন, দেশের শীর্ষ বিচারবিভাগের মধ্যেও তীব্র সঙ্কট দেখা দিয়েছে, যা আগে কখনও দেখা যায়নি।
১০-মিনিটের বক্তৃতায় সনিয়া বলেন, অতীতে সত্য বিরাজমান থাকত। কিন্তু বর্তমান সরকারের আমলে শুধুই মিথ্যাচার, ঘৃণা ও বিদ্বেষ রাজ করছে। তিনি মনে করেন, দেশবাসীর সতর্ক থাকা উচিত। কারণ, দেশ এখন স্পর্শকাতর পর্যায়ের মধ্যে দিয়ে চলছে।
এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে সনিয়া বলেন, মোদীজির দেওয়া ‘না খাউঙ্গা না খানে দুঙ্গা’ স্লোগানের কী হল, এখন তো তাঁর অধীনেই দুর্নীতির শেকড় আরও গভীরে চলে গিয়েছে।
তাঁর অভিযোগ, নির্বাচনী ফায়দার জন্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করছে বর্তমান শাসক দল। তিনি বলেন, আমরা এই দিশাহীন, জন-বিরোধী মোদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালাব, যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।