নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উত্তরাধিকার ধ্বংস করে দিচ্ছে। নেহরু স্মৃতি বক্তৃতায় এই অভিযোগ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। তাঁর দাবি, যাঁরা আজ ক্ষমতায় রয়েছেন, তাঁরা সত্যির সামনে অন্ধ হয়ে রয়েছেন, প্রথম প্রধানমন্ত্রীর উত্তরাধিকার বহন করার দূরদৃষ্টি তাঁদের নেই।


জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে এই বক্তৃতা দিচ্ছিলেন সনিয়া। তিনি বলেন, নেহরুভিয়ানিজম হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়া, কঠোর ধর্মনিরপেক্ষতা, সমাজবাদী অর্থনীতি ও নির্জোট বিদেশ নীতিতে বিশ্বাসী। তাঁর দর্শনে এই সবই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল। কিন্তু আজ সেই দর্শনের ভিত্তিতে আঘাত করা হলেও প্রকৃত অর্থে তাই ভারতের ভিত, আমাদের সে জন্য লড়াই চালিয়ে যেতে হবে। কংগ্রেস সভানেত্রী আরও বলেছেন, আজ যাঁরা দেশের ক্ষমতায় তাঁরা সত্যির সামনে চোখ বন্ধ করে রেখেছেন। নেহরুর উত্তরাধিকার বহন করার মত ক্ষমতা, দর্শন ও জ্ঞান তাঁদের নেই। বর্তমান শাসককুল শুধু মানুষকে হুকুম করতে চায়, বলে দিতে চায় আমরা কী করব, কী ভাবব।

তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদী সরকার বৈচিত্র্যে বিশ্বাসী নয়, তারা সব কিছু চায়  শুধু একরকম। তারা ভারতের বহুত্ব অস্বীকার করে, অথচ এই বহুত্ববাদ এ দেশের সার্বভৌম অধিকার। তাঁর কথায়, ক্ষমতাসীন গোষ্ঠী আধুনিক ভাষায় কথা বলছে ঠিকই কিন্তু তারা দেশকে পিছনে নিয়ে যাচ্ছে। কারণ, ভারতের ভাগ্য নির্ধারণে তারা কোনওরকম আত্মবলি দেয়নি। তাই এখন সকলের দায়িত্ব, এই ভণ্ডামি থেকে নিজেদের টেনে বার করা ও যে অন্ধকার অপেক্ষা করে আছে, তার স্বরূপ স্পষ্ট করা। গত ৬ বছরে যে ধর্মান্ধতা, অবিচার ও অব্যবস্থা সর্বত্র ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে ও মুখ খুলতে হবে। সনিয়া বলেছেন।