মোদীর দূরদর্শিতা নেই, বেকারত্ব থেকে দৃষ্টি ঘোরাতে ঘৃণা ছড়াচ্ছেন, তোপ রাহুলের
Web Desk, ABP Ananda | 12 Jun 2017 01:04 PM (IST)
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। তাঁর দাবি, মোদী সরকারের আমলে গত পাঁচ বছরে দেশে বেকারত্ব সবচেয়ে বেশি হয়ে গিয়েছে। দেশের এই সঙ্কট থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ঘৃণা ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে রাহুল বলেছেন, ‘তরুণরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করছেন, তাঁর প্রতিশ্রুতির কী হল? প্রতি বছর দু কোটি কর্মসংস্থানের কথা বলেছিলেন তিনি। কিন্তু গত পাঁচ বছরে বেকারত্ব সর্বাধিক হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতা নেই। মুষ্ঠিমেয় শিল্পপতিকে সুবিধা দিলেই সারা দেশের উন্নতি হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।’ প্রধানমন্ত্রীর পাশাপাশি আরএসএস, বিজেপি-কেও আক্রমণ করেছেন রাহুল। তাঁর দাবি, ‘প্রধানমন্ত্রী, আরএস এবং বিজেপি-র আদর্শ হল উদ্বেগ ও নিরাপত্তাহীনতা কাজে লাগিয়ে ক্রোধ ও ঘৃণা ছড়ানো। মুসলিম, দলিত, অন্যান্য সংখ্যালঘু, প্রান্তিক মানুষের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে কর্মসংস্থান এবং বেকারত্বের সমস্যা মিটবে না।’