নয়াদিল্লি ও রাজকোট: সংসদের শীতকালীন অধিবেশন চালু করতে বিলম্ব হওয়ায় একে অপরকে আক্রমণ শুরু করল শাসক ও বিরোধী শিবির। একদিকে যখন মোদী সরকারের বিরুদ্ধে শীতকালীন অধিবেশন ‘সাবোতাজ’ করার অভিযোগ তুললেন সনিয়া গাঁধী। সেখানেই, অরুণ জেটলির দাবি, কংগ্রেসও একই ঘটনা অতীতে ঘটিয়েছে।


সাধারণত, নভেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হয় সংসদের শীতকালীন অধিবেশন। চলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। সরকারি সূত্রের মতে, এবছর সংক্ষিপ্ত ১০ দিনের শীতকালীন অধিবেশন করার ভাবনাচিন্তা করছে কেন্দ্র। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওই অধিবেশন চালু হতে পারে বলে খবর।


এই নিয়ে শাসক শিবিরকে একহাত নিয়েছে বিরোধী কংগ্রেস। সোমবার, দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সভানেত্রী সনিয়া গাঁধী বলেন, নিজেদের ঔদ্ধত্যের জোরে শীতকালীন অধিবেশনে ‘অন্তর্ঘাত’ করে সংসদীয় গণতন্ত্রের ওপর কালো ছায়া নামিয়ে এনেছে মোদী সরকার। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অধিবেশন চালু করছে না।


কংগ্রেস সভানেত্রীর এই মন্তব্যকে খারিজ করে অরুণ জেটলি জানান, সংসদের অধিবেশনকে এমনভাবে ফেলা হয়, যাতে তা নির্বাচনের সময় না চালু থাকে। অতীতে কংগ্রেসও বহুবার এই জিনিস ঘটিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, ক্ষমতায় থাকাকালীন ২০১১ সালে নির্বাচনের জন্য অধিবেশন সময় বদল এনেছিল কংগ্রেস-শাসিত ইউপিএ সরকার।