নয়াদিল্লি: গত ৭০ বছরে মুসলিমদের মন ‘বিষিয়ে’ দেওয়া হয়েছে। তাই তাদের আস্থা ফিরে পেতে আরও বেশি প্রয়াস করতে হবে মোদী সরকারকে। এমনটাই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
তাঁর মতে, ২০১৯ নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি সরকারের উচিত মুসলিমদের স্মরণ করিয়ে দেওয়া, তাদের জন্য কেন্দ্র কী কী উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি, তাৎক্ষণিক তিন তালাকের বিরুদ্ধে কেন্দ্রের ভূমিকাও তুলে ধরতে হবে বলে জানান তিনি।
সম্প্রতি, মুসলিম মহিলাদের জন্য ইফতারের আয়োজন করেছিলেন নকভি। সেখানে তাৎক্ষণিক তিন তালাকের শিকার হওয়া কয়েকজন মুসলিম মহিলাও উপস্থিত ছিলেন। ওই মহিলাদের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে তাঁর বলে জানান নকভি।
তিনি বলেন, মুসলিমদের বিশ্বাস জিততে আমাদের আরও বেশি প্রয়াস করতে হবে। কারণ, গত ৭০ বছর ধরে তাদের মন বিষিয়ে দেওয়া হয়েছে। তবে, ইতিবাচক দিক হল—বর্তমান প্রজন্ম ও মুসলিম মহিলারা বিজেপির কাজ বিচার করে ভাল-মন্দ রায় দিচ্ছে।
কৈরানা উপ-নির্বাচনে বিজেপির পরাজয় নিয়ে কথা বলতে গিয়ে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী জানান, এতে বিজেপির জয়ের ধারায় প্রভাব পড়বে না। তবে, আগামী লোকসভা নির্বাচনের রণনীতি নতুন করে সাজাতে হবে বলে মেনে নেন তিনি।
বলেন, একটা-দুটো হেরেছি বলেই যে সব হারব, এমনটা নয়। এখন যখন আমরা জেনে গিয়েছি যে, বিজেপির মোকাবিলা করতে বিরোধী দলগুলি জোট করছে, তখন আমাদেরও পাল্টা কৌশল নিতে হবে।
নকভির অভিযোগ, কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলি সবসময় ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য মুসলিমদের ব্যবহার করে এসেছে। অথচ, তাদের উন্নয়নের জন্য কিছুই করেনি। তিনি বলেন, কংগ্রেস সহ অন্যান্যরা মনে করে, সবসময় মুসলিমরা তাদের বাধ্য হয়ে ভোট দেবে। তাই তারা কোনওদিন মুসলিমদের উন্নয়ন ও ক্ষমতায়ণের দিকে নজর দেয়নি।
তাঁর দাবি, বিজেপি সরকার আন্তরিকভাবে মুসলিমদের উন্নয়নে কাজ করে চলেছে। তিনি বলেন, মুসলিমদের ‘সম্মান পুনরুদ্ধারে’ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মোদী সরকার। এখন বিজেপিকে ভোট দেওয়া বা না দেওয়া এটা সম্পূর্ণ মুসলিমদের ওপর নির্ভরশীল।