বিজয়ওয়াড়া: আগামী বছর লোকসভা ভোট। তার আগে, মঙ্গলবার রাজনৈতিক প্রস্তাব গ্রহণ করল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। দলের অঙ্গীকার, ২০১৯ নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে আঞ্চলিক দলগুলিকে ঐকবদ্ধ করবে তারা।


এদিনই শেষ হয়েছে টিডিপি-র তিনদিনব্যাপী বার্ষিক সম্মেলন ‘মহানাডু’। সেখানেই ওই প্রস্তাব গৃহীত হয়। বিজেপির বিরুদ্ধে রাজ্যগুলির প্রতি স্বৈরতান্ত্রিক মনোভাব পোষণ করার অভিযোগ তুলে প্রস্তাবে বলা হয়েছে—রাজ্যগুলির আর্থিক অবস্থার ক্ষতি করছে কেন্দ্র। মোদী সরকারের একতরফা পরিচালন পদ্ধতির ফলে, কেন্দ্রের ওপর আস্থা হারিয়ে ফেলছে রাজ্যগুলি।


টিডিপি-র দাবি, কেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো শুধুমাত্র খাতায়-কলমে রয়েছে। প্রস্তাবে বলা হয়েছে—মোদী সরকারের স্বৈরাতান্ত্রিক মনোভাব, তার একতরফা ও জনবিরোধী সিদ্ধান্ত, কেন্দ্রীয় গোয়েন্দা ও বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমন করা—এসব দেশের রাজনীতিতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


রাজ্যের অর্থমন্ত্রী ইয়ানামালা রামকৃষ্ণনুড়ু বলেন, সাংবিধানিক মূল্যবোধের বিরুদ্ধে ক্ষতিকারক পদক্ষেপ নিচ্ছে মোদী সরকার। তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে বিরোধী আঞ্চলিক জোটের কাছে বর্তমান শাসক ধরাশায়ী হবে। তিনি যোগ করেন, অটলবিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী সংবিধানকে মর্যাদা দিতেন। কিন্তু, নরেন্দ্র মোদী ও অমিত শাহ গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করছেন।