বেজিং: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ৬৪ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিনের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্ক সাইটে জিনপিংয়ের দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।
২০১৫ সালে চিন সফরে গিয়ে ওই সোশ্যাল নেটওয়ার্ক সাইটে অ্যাকাউন্ট খোলেন মোদী। চিনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানানোর জন্য সেই সাইটই বেছে নিলেন তিনি। সম্প্রতি আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে দুই রাষ্ট্রনায়কের সাক্ষাৎ হয়েছিল। সেকথাই উল্লেখ করে মোদী লিখেছেন, ভারত-চিন সম্পর্কের উন্নতির বিষয়ে তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে চিনের সবচেয়ে ক্ষমতাবান নেতা হিসেবেই পরিচিত জিনপিং। তিনি প্রেসিডেন্ট হওয়া ছাড়াও কমিউনিস্ট পার্টি এবং সামরিক বাহিনীর প্রধান। এ বছরই প্রেসিডেন্ট হিসেবে তাঁর পাঁচ বছর পূর্ণ হচ্ছে। তাঁকে পুনর্নির্বাচিত করা হবে বলেই খবর। কিন্তু তা সত্ত্বেও সরকারি সংবাদমাধ্যমে জিনপিংয়ের জন্মদিনকে গুরুত্ব দেওয়া হয়নি।
জন্মদিনে চিনের প্রেসিডেন্টকে শুভেচ্ছা মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jun 2017 07:54 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -