প্যারা অলিম্পিক্সে পদকজয়ী দীপা মালিকের হাতে ৪ কোটি টাকার চেক তুলে দিলেন মোদী
Web Desk, ABP Ananda | 02 Nov 2016 01:52 PM (IST)
গুরগাঁও: রিও প্যারা অলিম্পিক্সে পদকজয়ী দীপা মালিকের হাতে ৪ কোটি টাকার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল কাপ্তান সিংহ সোলাঙ্কি, মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং হরিয়ানার যুব ও ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ। হুইল চেয়ারে এসে মোদীর হাত থেকে পুরস্কার নেন দীপা। মোদী বলেন, হরিয়ানার মেয়েরা ভারতকে গর্বিত করছে। কন্যা সন্তান রক্ষার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হওয়ার কথাও বলেন তিনি। হরিয়ানার বাসিন্দা দীপা প্রথম ভারতীয় মহিলা, যিনি রিও অলিম্পিক্সে পদক জিতেছেন। এফ ৫৩ শটপাটে রুপো জিতেছেন দীপা। তাঁর স্কোর হয়েছিল ৪.৬১ মিটার। প্রতিবন্ধকতার সঙ্গে দীপার লড়াই চলছে প্রায় দু’দশক ধরে। প্যারাপ্লেজিক অসুখের শিকার তিনি। এতে তাঁর কোমরের নীচের অংশ অসাড় হয়ে যায়। সতেরো বছর আগে স্পাইনাল টিউমার হওয়ায় হাঁটাচলা অসম্ভব হয়ে যায় দীপার। ৩১ বার তাঁর অস্ত্রোপচার হয়েছে। কিন্তু দীপাকে কোনও প্রতিকূলতাই থামাতে পারেনি।