নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে ফের নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল গাঁধীর। প্রধানমন্ত্রীর আচ্ছে দিনের স্লোগান ধার করেই তাঁকে খোঁচা কংগ্রেস সহ সভাপতির। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
তালকাটোরা স্টেডিয়ামে জনবেদনা র্যালি থেকে বুধবার নরেন্দ্র মোদীর দিকে আক্রমণ ছুঁড়ে দিলেন রাহুল গাঁধী। বলেন, নোট বাতিল করে দেশবাসীর মধ্যে ভয় ধরিয়ে দিয়েছেন। (মোদী) ভাবটা এমন যেন একাই সবার কল্যাণ করে দেবেন। রাহুল যোগ করেন, শুধু দেশবাসীই নয়, রিজার্ভ ব্যাঙ্ক, নির্বাচন কমিশন, বিচারব্যবস্থা এবং সংবাদমাধ্যমের মধ্যেও ভীতি ধরিয়েছে মোদী সরকার।
আক্রমণের সঙ্গে মেশানো ছিল ব্যাঙ্গও। বলেন, মঙ্গলযানে মোদীর ছবি ছিল না, নইলে বলত ওই দেখুন মোদী মঙ্গলে যান পাঠিয়েছেন। এটাকেও ইভেন্ট করে দিত। জনপ্রিয় হিন্দি ছবির একটি গানের একটা লাইন তুলেও মোদীকে কটাক্ষ করেন কংগ্রেস সহ-সভাপতি। বলেন, ‘আপকা তো লগতা হ্যায় বস এক সপনা, রাম নাম জপনা গরিবোঁ কা মাল আপনা।’ অর্থাৎ, দেখে মনে হচ্ছে রাম নাম জপ করে গরিবের টাকা মারাই আপনার স্বপ্ন।
রাহুলের প্রশ্ন, কালো টাকা ধরার নাম করে নোট বাতিল করলেও এখনও পর্যন্ত কত কালো টাকা ধরা পড়ল? নোট বাতিলের কারণ হিসাবে শুরুতে কী বলেছিলেন মোদী? আর এখন কী বলছেন? রাহুলের গলায় ব্যাঙ্গের সুর। বলেন, প্রথমে বলেছিলেন কালো টাকা। তারপর বললেন সরি। তারপর সন্ত্রাসবাদ দমন। দু’হাজার টাকার নোট বেরলো জঙ্গিদের পকেট থেকে। বললেন সরি। আর এখন ক্যাশলেস। পে টু মোদী।
মোদীর স্লোগান ধার করেই তাঁকে খোঁচা দেওয়ার চেষ্টা করেন রাহুল। বলেন, মানুষ প্রশ্ন করছে, কবে আসবে আচ্ছে দিন? তিনি যোগ করেন, ২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় আসলেই আচ্ছে দিন ফিরবে।
রাহুলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দলের মুখপাত্র শাহনাওয়াজ হুসেন বলেন, উনি নিরাশা ও বিষন্নতায় ভুগছেন। উনি মোদীর বিরুদ্ধে একই কথা বারবার বলে চলেছেন। কিন্তু, দেশবাসী তাঁকে শুনছেন না। কালো টাকার মালিকদের মুখপাত্র হয়ে উঠেছেন তিনি। পরের নির্বাচনে কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে রাহুলের দাবি প্রসঙ্গে শাহনাওয়াজ জানিয়ে দেন, লোকসভা নির্বাচন তো দূর অস্ত, আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনেও মুখ পুড়বে বিরোধীদের।
দেশবাসীর মধ্যে ভীতি ধরিয়েছেন মোদী, আক্রমণ রাহুলের, পাল্টা বিজেপির
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jan 2017 07:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -