নয়াদিল্লি: মহাত্মা গাঁধীর চেয়েও বড় ব্র্যান্ড নরেন্দ্র মোদী, এহেন মন্তব্যের মাধ্যমে খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের ডায়েরি, ক্যালেন্ডার থেকে গাঁধীর ছবি সরিয়ে প্রধানমন্ত্রীর ছবি  বসানোর পক্ষে যুক্তি হাজির করে বিতর্কে জড়ালেন হরিয়ানার বিজেপি সরকারের মন্ত্রী অনিল ভিজ। মনোহর লাল খাট্টার সরকারের এই মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের দায় নিতে নারাজ বিজেপি। ওটা ভিজের নিজস্ব অভিমত, দলের নয় বলে জানিয়ে দিয়েছে তারা। দলীয় মুখপাত্র শ্রীকান্ত শর্মা বলেছেন, অনিল ভিজের মন্তব্যের কড়া নিন্দা করছে বিজেপি। মহাত্মা গাঁধী আমাদের আইকন। এমনকী খোদ মুখ্যমন্ত্রী খাট্টার পর্যন্ত বলেছেন, এটা ওঁর নিজের ধারণা। এর সঙ্গে কোনও যোগ নেই দলের।


চাপে পড়ে কয়েক ঘণ্টার শোরগোলের পর মন্তব্য প্রত্যাহার করে নিয়েও ভিজ সাফাই দেন, কাউকে আঘাত করা উদ্দেশ্য ছিল না। মহাত্মা গাঁধী সম্পর্কে যা বলেছি, তা একান্তই নিজস্ব মত আমার। তবে কেউ যাতে এতে দুঃখ না পান, সেজন্য মন্তব্য ফিরিয়ে নিচ্ছি।


এদিন হরিয়ানা বিজেপির সামনের সারির ওই নেতা তথা গুরুত্বপূর্ণ মন্ত্রী খাদি কমিশনের ২০১৭-র ডায়েরি, ক্যালেন্ডার থেকে চরকা কাটায় মগ্ন মহাত্মা গাঁধীর চেনা ছবি সরিয়ে মোদীর চরকায় বসা ছবি লাগানোকে কেন্দ্র করে চলতি বিতর্কে সংযোজন করেন, গাঁধীর ছবি হটিয়ে মোদীর ছবি বসিয়ে ভালই হয়েছে। মোদী ব্র্যান্ড হিসাবে আরও ভাল। এমনকী খাদিকে জনপ্রিয় করতে গাঁধীর ভূমিকাকে নস্যাত্ করেও তাঁকে বলতে শোনা যায়, যেদিন থেকে গাঁধীর নাম জুড়েছে, আর খাদি শিল্প মাথা তুলে দাঁড়াতে  পারেনি। তার অবনতি হয়েছে।  দেশের নোটে গাঁধীর ছবি বসানোর জন্য টাকার দামের পতন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।


পাল্টা তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস মুখপাত্র আর এস সুরজেওয়ালা বলেন, বিজেপির নেতা, মন্ত্রীদের মুখ থেকেই এমন আপত্তিকর, অর্থহীন কথা বেরতে পারে!