জালাউন/ সুলতানপুর: এবার উত্তরপ্রদেশের নির্বাচনের প্রচারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি)-কে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিএসপি-র বিরুদ্ধে আখের গোছানোর অভিযোগ তুলে এই দলকে ‘বহেনজি সম্পত্তি পার্টি’ বলেও বিদ্রুপ করলেন মোদী। এর পাল্টা জবাব দিয়েছেন বিএসপি নেত্রীও। তিনিও মোদীকে ‘মিস্টার নেগেটিভ দলিত ম্যান’ (দলিত বিরোধী) হিসেবে তোপ দেগেছেন।

এদিন নোট বাতিল নিয়ে বিরোধীদের আক্রমণের জোরাল জবাব দিতে গিয়ে বুন্দেলখণ্ডের জালাউনের সভা থেকে মোদী বলেছেন, যাঁরা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকেন তাঁরা মানুষের সমস্যার সমাধান কখনই করতে পারবেন না। তিনি আরও বলেছেন, নোট বাতিলের বিরোধিতা করতে গিয়ে সমাজবাদী পার্টি, বিএসপি-র সুর মিলে গিয়েছে। অথচ এই দুটি দল এর আগে একসঙ্গে আসা তো দূরের কথা কখনও একে অপরের চোখের দিকেও তাকাত না। কিন্তু নোট বাতিলের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করার সঙ্গে সঙ্গেই ওই দল একসুরে বিরোধিতা করতে শুরু করে। বিরোধিতায় সামিল হয় কংগ্রেসও।

মোদীর কটাক্ষ, নোট বাতিল নয়, উত্তরপ্রদেশের এই দলগুলি তাদের অবৈধ অর্থ সরিয়ে ফেলতে না পারাতেই উদ্বিগ্ন হয়ে পড়েছে।

মায়াবতী নোট বাতিলের সমালোচনা করে বলেছিলেন, কোনও ধরনের প্রস্তুতি ছাড়াই সরকার এই সিদ্ধান্ত মানুষের ওপর চাপিয়ে দিয়েছে। এর জবাব দিতে গিয়ে মোদী বলেছেন, আসলে বহেনজিই এরকম সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিলেন না। মায়াবতীর মতো কথা বলেছেন মুলায়মও।

মায়াবতীর ভাইয়ের অ্যাকাউন্টে হিসাববহির্ভূত অর্থ জমা পড়ার অভিযোগ নিয়েও বিএসপি-কে নিশানা করেন মোদী।

মোদীর আক্রমণের জবাবে মায়াবতী বলেছেন, ‘আমি আমার জীবন দলিত, বঞ্চিত ও মুসলিমদের অধিকার আদায়ের জন্য উত্সর্গ করেছি’।

তিনি আরও বলেছেন, ‘বিএসপি সবার প্রথমে একটা আন্দোলনের নাম। পরে তা রাজনৈতিক দল। মোদী এই তথ্য জানেন না’।

সুলতানপুরে এক জনসভায় মায়াবতী বলেছেন, ‘মোদী বিএসপি-কে ‘বহেনজি সম্পত্তি পার্টি’ বলে ভুল ব্যাখ্যা করেছেন। দলিত ও বঞ্চিতরা আমাকে তাঁদের সম্পদ মনে করেন।প্রধানমন্ত্রী আমাকে বলতে বাধ্য করছেন যে, নরেন্দ্র দামোদরদাস মোদী আসলে মিস্টার নেগেটিভ দলিত ম্যান। নরেন্দ্র মানে ‘নেগেটিভ’, দামোদারদাস মানে ‘দলিত’ ও মোদী মানে ‘ম্যান’।’

মায়াবতী আরও বলেছেন, মোদী সস্তা হাততালি কুড়োনোর জন্যই বিএসপি-র বিরুদ্ধে কুত্সা করছেন।