নয়াদিল্লি: দ্বিতীয় বারের জন্য আর দায়িত্ব গ্রহণ করতে নারাজ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী।  কঠিন সময়ে ভারতের অর্থনীতিকে উপযুক্ত দিশা দেখানোর জন্য রাজনের ভূয়সী প্রশংসা করেছেন রাহুল গাঁধী। তিনি বলেছেন, রাজনের মতো ব্যক্তিত্বরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
মোদীকে বিঁধে রাহুল ট্যুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী তো সবজান্তা। তাই তাঁর রঘুরাম রাজনের মতো বিশেষজ্ঞর প্রয়োজন নেই’।
উল্লেখ্য, দেশের টালমাটাল অর্থনৈতিক অবস্থার মধ্যে ইউপিএ সরকারের আমলে ২০১৩ সালের ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন রঘুরাম রাজন৷ সেই হিসেবে মেয়াদ শেষ হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতায় আসার পর বার বার রাজনের সঙ্গে ঠোকাঠুকি লেগেছে কেন্দ্রের। সুদের হার পুনর্বিবেচনা করা নিয়ে তাঁর দূরত্ব বেড়েছে মোদী সরকার ও অর্থমন্ত্রীর সঙ্গে। সম্প্রতি কড়া ভাষায় রাজনকে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এমনকী, সুদের হার নিয়ে রাজনের অবস্থানে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বলে দাবি করে মোদীকে চিঠি পর্যন্ত দিয়েছেন। যেহেতু রাজন আমেরিকার গ্রিন কার্ডধারী, তাই তাঁর মানসিকতা ভারতীয় কিনা, প্রশ্ন তুলেছেন তা নিয়েও। এর পর থেকেই, রাজনের প্রস্থান নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে শুরু হয় গুঞ্জন। তাঁকে ফের রিজার্ভ ব্যাঙ্কের মাথায় বসানো হবে কি না বা তিনি নিজে এ ব্যাপারে আগ্রহী হবেন কিনা, তা নিয়ে তৈরি হয় জল্পনা। এরইমধ্যে শনিবার সহকর্মীদের উদ্দেশে লেখা চিঠিতেই স্পষ্ট করে দিলেন তাঁর মনোভাব। জানালেন, দ্বিতীয় বারের জন্য থাকতে চান না রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে। ফিরে যেতে চান পড়াশোনার জগতে।
এ বিষয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ‘‘বিশ্বের অন্যতম দক্ষ অর্থনৈতিক চিন্তাবিদকে আমরা খোয়ালাম।’’