নয়াদিল্লি: প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সের মানচিত্রে জায়গা করে নেওয়ায় দীপা কর্মকারের উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপার সাফল্য গোটা বিশ্বের কাছে ভারতের সম্মান আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।


কাটরায় শ্রী মাতা বৈষ্ণোদেবী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে মোদী বলেন, দীপা, এদেশের প্রথম মেয়ে, যিনি মহিলা জিমন্যাস্ট হিসেবে রিও অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। দৃঢ় সঙ্কল্পই আজ দীপাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। মোদী আরও বলেন, জীবনে নির্দ্দিষ্ট লক্ষ্যের দিকে এগোতে সঙ্কল্প থাকা খুবই জরুরি। তাঁর এই সঙ্কল্পকে স্যালুট।

প্রসঙ্গত, গতকালই প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের ছাড়পত্র আদায় করে নেন ত্রিপুরার মেয়ে৷ রিওতে এদিন যোগ্যতা নির্নায়ক ইভেন্টে দুর্ধর্ষ পারফর্ম করেন তিনি৷

দীপার মোট সংগ্রহ ৫২.৬৯৮ পয়েন্ট৷ প্রথম ভল্টে ১৫.০৬৬ পয়েন্ট করে শীর্ষে চলে আসেন দীপা৷ কিন্তু আনইভেন বার রাউন্ডেই পারফরমেন্সের অবনতি ঘটে৷ মাত্র ১১.৭০০ পয়েন্ট পেয়ে ১৩ নম্বরে নেমে আসেন তিনি৷ শেষ পর্যন্ত, ব্যালান্সিং বিমে ১৩.৩৬৬ পয়েন্ট ও ফ্লোর এক্সারসাইজে ১২.৫৬৬ পয়েন্টের নিরিখে রিওর দৌড়ে ঢুকে পড়েন দীপা৷