নয়াদিল্লি: নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘মুর্দাবাদ’ স্লোগান না দিতে দলীয় কর্মীদের পরামর্শ রাহুল গাঁধীর। রাফাল ইস্যুতে দৃশ্যতই ‘বিধ্বস্ত’ প্রধানমন্ত্রী, তাই তিনি ‘মুর্দাবাদ’ বলে তাঁকে বাড়তি বিড়ম্বনা থেকে বিরত থাকতে বলেছেন কংগ্রেস কর্মীদের। ওড়িষার রৌরকেল্লায় দলীয় সভায় তিনি বলেন, বরং বিজেপিকে ভালবাসা, প্রেম দিয়ে জয় করুন, ওটাই কংগ্রেসের আদর্শ।
রৌরকেল্লার সমাবেশে কংগ্রেস সভাপতি নরেন্দ্র মোদির নাম করতেই দলীয় কর্মীরা সমস্বরে ‘মুর্দাবাদ’ বলে ওঠেন। তিনি বলেন, এমন শব্দ বিজেপি, আরএসএসের লোকেরা বলে। আমরা, কংগ্রেসিরা এসব বলি না, কেননা আমরা স্নেহ, ভালবাসায় বিশ্বাসী।
ঘৃণা, বিদ্বেষ ব্যবহার না করেই কংগ্রেস লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে পারবে বলে জানিয়ে রাহুল বলেন, মোদির চোখমুখের চেহারাই বদলে গিয়েছে। যেদিকেই উনি তাকান, রাফাল, কিষাণ, মজদুর, মহিলাদের দেখছেন। সবাই ওঁনাকে ঘিরে ফেলেছে। ওনার হাবভাব, মুখের চেহারাতেই বদল এসেছে। আমরা কিন্তু ঘৃণা ছড়িয়ে এমন করিনি। ভালবাসা দিয়ে প্রশ্ন করেছি। ওনাকে হারাব আমরা।
ওড়িষার ক্ষমতাসীন বিজু জনতা দলকে হারাতেও কংগ্রেস ভালবাসারই প্রয়োগ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাফালে দৃশ্যতই ‘বিধ্বস্ত’ মোদি, ওঁর বিরুদ্ধে ‘মুর্দাবাদ’ বলবেন না, বরং ভালবাসা দিয়ে জয় করুন বিজেপিকে, কংগ্রেস কর্মীদের রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2019 02:18 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -