নয়াদিল্লি: পদ্মাবতী বিতর্কে একটাও মন্তব্য করেননি তিনি। কিন্তু ছবি মুক্তি পিছিয়ে যাওয়ায় নিশ্চয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত রয়েছে। এমনটাই মনে করছে রাজপুত কার্ণি সেনা।


গোটা দেশে ছড়িয়ে পড়েছে পদ্মাবতী বিতর্ক। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ১ ডিসেম্বর ছবি মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনে মুখ্য ভূমিকা নেওয়া কার্ণি সেনার প্রধান লোকেন্দ্র সিংহ কালভি বলেছেন, যদিও পদ্মাবতী নির্মাতারা দাবি করছেন, তাঁরা ইচ্ছাকৃতভাবেই ছবি মুক্তি পিছিয়ে দিয়েছেন কিন্তু তাঁর ধারণা, এতে কোনওভাবে প্রধানমন্ত্রীর হাত রয়েছে।

তাঁর কথায়, ছবি পিছিয়ে যাওয়ায় বহু লোকের হাত রয়েছে। মুখ্যমন্ত্রীরা ভূমিকা নিয়েছেন, প্রধানমন্ত্রীরও রয়েছে। বিশেষ করে যে সব সামাজিক প্রতিষ্ঠানগুলি ছবির বিরুদ্ধে সরাসরি পথে নামে, তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তাঁকে সমর্থন করেছেন, ছবি মুক্তির পরবর্তী তারিখ ঘোষণা হলে এই ৪ ১৪-য় দাঁড়াবে। আগামী ২ দিনে আরও ৩ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এ নিয়ে কথা বলবেন তিনি। মোট কথা, পদ্মাবতী মুক্তি পেতে দেওয়া হবে না।

কালভি বলেছেন, দরকারে প্রধানমন্ত্রীকেও এ ব্যাপারে হস্তক্ষেপ করতে লিখিত অনুরোধ করবেন তিনি।

তবে ছবির নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টে যাবে না কার্ণি সেনা। তাদের বক্তব্য, জনতার আদালত তাদের পক্ষ সমর্থন করেছে, আর কারও সমর্থন নিষ্প্রয়োজন।