হায়দরাবাদ:  নরেন্দ্র মোদীর বিদেশ সফরকে নানা ভাবে কটাক্ষ করছে কেন্দ্রে বিভিন্ন বিরোধী দল। বিভিন্ন বিদ্রুপের শিকার হতে হচ্ছে মোদীকে। সেপ্রসঙ্গেই,কেন্দ্রীয়মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুর বক্তব্য,  মোদী বিদেশ সফরে গিয়ে যেভাবে বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করছেন তাতে তাঁর কার্যত প্রশংসাই প্রাপ্য। তাঁর দাবি, বিশ্বের সেরা দশ রাষ্ট্রনেতার মধ্যে তিনি অন্যতম। তাঁর বক্তব্যকে এখন গুরুত্ব দিয়ে শোনা হয় বিশ্বদরবারে। তিনি মনে করেন মোদীর বিদেশ সফর নিয়ে বিরোধী দলগুলির কটাক্ষ কার্যত তাঁদেরই নিম্ন রুচির পরিচয় দেয়।


আন্তর্জাতিক মহলে ভারতকে এখন সম্মানের চোখে দেখা হয়, আর তার পুরো কৃতিত্বেরই দাবিদার মোদী। তাঁর বিভিন্ন উদ্যোগ, উন্নয়নমূলক পদক্ষেপ, বর্তমানে তাঁকে বিশ্বের সেরা দশ নেতার মধ্যে জায়গা করে দিয়েছে।

মোদীর কৃতিত্বের কথা বলতে গিয়ে সংসদ বিষয়কমন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলেন, মোদীর সৌজন্যে আজ রাষ্ট্রপুঞ্জ বিশ্ব যোগ দিবস পালনের আর্জি জানিয়ে, যোগ ব্যায়ামকে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি দিয়েছে। BRICS ব্যাঙ্কের সভাপতিত্ব করার সুয়োগ পেয়েছে ভারত।

এছাড়াও আবহাওয়া সংক্রান্ত পরিবর্তন, সন্ত্রাসবাদ দমনেও মোদীর মতামতকে প্রাধান্য দিচ্ছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

মনমোহন সিংহ, তাঁর প্রধানমন্ত্রীত্বকালে ৭৫ বার বিদেশ সফরে গিয়েছিলেন। কিন্তু মোদী যতবারই বিদেশ সফরে গেছেন, তাঁর মূল লক্ষ্য থেকেছে বিদেশনীতিকে কার্যত ভারতের উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগানো।