নয়াদিল্লি: টিআরপি রাজনীতি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গাঁধীর এমন কটাক্ষের পাল্টা তিনি হতাশায় ভুগছেন বলে মন্তব্য করল বিজেপি। কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদের বক্তব্য, রাহুল গাঁধী এখন দলের শীর্ষ নেতা। তিনি যে পরিবারের ছেলে, তাতে এমন ‘লঘু’ মন্তব্য কি তাঁর মুখে শোভা পায়? তিনি এও বলেন, আমি জানি রাহুল হতাশ। কেননা মানুষ বারবার তাঁর দলকে ভোটে হারাচ্ছে, এটাই তাঁকে ক্ষিপ্ত করে তুলছে, আর উল্টো দিকে গরিবের জন্য আত্মত্যাগ, তাঁর সততা, কাজের জন্য নরেন্দ্র মোদী মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছেন। নোট বাতিল ইস্যুর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আগের ইউপিএ আমলের একের পর এক দুর্নীতি, কেলেঙ্কারি দেখার পর এখন দেশ ‘সততা’র রাস্তায় হাঁটছে। ক্ষোভ, হতাশা থেকেই এসব বলছেন রাহুল।
শরীর ভাল না থাকায় সনিয়া গাঁধীর অনুপস্থিতিতে এদিন কংগ্রেস সংসদীয় কমিটির বৈঠকে পৌরহিত্য করেন রাহুলই, এই প্রথম। সেখানে মোদীকে তোপ দেগে কংগ্রেস সহ সভাপতি বলেন, নিজের ভাবমূর্তির জালেই বন্দি উনি। তাঁর ‘অযোগ্যতা’, ‘অহঙ্কারে’র মাসুল দিচ্ছেন দেশবাসী। অশেষ দুর্ভোগ হচ্ছে তাঁদের।
সংসদে নোট বাতিল ইস্যুতে তাঁদের কথা প্রধানমন্ত্রী শুনছেন না, বিরোধী শিবিরের এহেন অভিযোগের প্রেক্ষাপটে রাহুল বলেন, মোদী যদি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কথা শুনতেন, তাহলে তিনি এখন যে ভয়াবহ পলিসিগত ভুলভ্রান্তি করছেন, তা এড়ানো যেত।