নয়াদিল্লি: প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়াণে শোক জানিয়ে ট্যুইট নরেন্দ্র মোদীর। কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়েছেন প্রয়াত নেতার স্ত্রীকেও। প্রিয়বাবুকে গভীর রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন রাজনৈতিক নেতা বলে উল্লেখ করে ভারতীয় ফুটবলে তাঁর ভূমিকার কথাও বলেছেন তিনি। ২০০৮ থেকে কোমায় আচ্ছন্ন এই কংগ্রেসি নেতার ৭২ বছর বয়সে আজ দুপুর ১২টা ১০ মিনিটে জীবনাবসান হয় রাজধানীর এক বেসরকারি হাসপাতালে।





ট্যুইটে প্রিয়বাবুকে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুসংবাদে তিনি ব্যথিত বলে জানিয়েছেন। বলেছেন, পশ্চিমবঙ্গের জন্য তিনি অনেক করেছেন, অবদান রেখেছেন আমাদের দেশের ফুটবল প্রশাসনেও। তাঁর পরিবার, সঙ্গীসাথীদের প্রতি আমার সমবেদনা রইল। ২০০৮-এ অসুস্থ হওয়ার সময় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সর্বময় কর্তা ছিলেন তিনি।