y

নয়াদিল্লি: কংগ্রেসের প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা মনমোহন সিংহের। প্রাক্তন প্রধানমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রে মোদীর বিজেপি-এনডিএ সরকার ভারতীয় অর্থনীতির হাল খারাপ করে ছেড়েছে। মোদী নির্বাচনী প্রচারে বছরে ২ কোটি চাকরি হবে বলে 'লম্বাচওড়া প্রতিশ্রুতি' দিয়েছিলেন, কিন্তু ২ লাখ কর্মসংস্থানও হয়নি। ৬ বছরে কৃষকের আয় বেড়ে দ্বিগুণ হবে বলেও ঘোষণা করেছিলেন তিনি, কিন্তু এটা ছিল এক জুমলা, অবাস্তব দাবি যা কখনও অর্জন করা যাবে না।

পাশাপাশি নোট বাতিল, জিএসটি নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেন তিনি। বলেন, বিমুদ্রাকরণের মতো খারাপ উদ্যোগের জেরে বিরাট মার খেয়েছে অসংগঠিত ক্ষেত্রের কাজের সুযোগ। তড়িঘড়ি চালু হওয়া জিএসটি আইন ছোট, মাঝারি ক্ষেত্রের কর্মসংস্থান চলে গিয়েছে। এধরনের আর্থিক সংস্কারের সঙ্গে আর্থিক বৃদ্ধির সংযোগ নেই।

কেন্দ্রের সরকার কাশ্মীর সমস্যাও ঠিকঠাক সামলাতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। বলেন, প্রতিদিন রাজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে।
প্রতিরক্ষায় খরচ জিডিপির প্রায় ১.৬ শতাংশ ধার্য করাও যথেষ্ট নয় বলে অভিমত জানান মনমোহন।
সনিয়া গাঁধীরও গুণগান করেন তিনি। বলেন, ইউপিএ ক্ষমতায় থাকাকালে বিরাট সাফল্য পেয়েছিল সনিয়া পথ দেখিয়েছিলেন বলেই।