শুরু করেছিলেন ডিডিএলজে-র শাহরুখের মতো, শেষ করলেন শোলের গব্বর হয়ে, মোদীকে বিদ্রূপ রাহুলের
Web Desk, ABP Ananda | 17 Feb 2017 08:28 PM (IST)
রায়বরেলি: উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বলিউডের দুটি বিখ্যাত ছবির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। তিনি এদিন বলেন, দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবির শাহরুখ খানের মতো অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। কিন্তু উন্নয়নের ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে নায়ক হওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এখন শোলের গব্বর সিংহে পরিণত হয়েছেন মোদী। এদিন প্রচারসভায় দাদা রাহুলের পাশে ছিলেন প্রিয়ঙ্কা। নানা প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন রাহুল। তিনি দাবি করেন, মোদী ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় বারাণসীতে গিয়ে গঙ্গাকে নিজের মা বলে উল্লেখ করেছিলেন। তিনি বারাণসীকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন নিজেকে উত্তরপ্রদেশের দত্তক পুত্র বলে দাবি করছেন। কিন্তু শুধু মুখে বলেই সম্পর্ক তৈরি করা যায় না। সেই সম্পর্ককে সযত্নে লালন-পালন করতে হয়। সপা-কংগ্রেস জোটকে কটাক্ষ করা এবং নোট বাতিল নিয়েও মোদীকে আক্রমণ করেছেন রাহুল। তাঁর দাবি, বিজয় মাল্যর ১,২০০ কোটি টাকা ঋণ মকুব করেছেন মোদী। কিন্তু তিনি কৃষকদের ঋণ মকুব করছেন না।