পাশাপাশি তৃণমূল নেত্রীকে টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য মমতাকে অভিনন্দন জানিয়ে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীও ট্যুইটারে লিখেছেন, @মমতাঅফিসিয়াল জি-কে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় অভিনন্দন। আগামী দিনগুলিতে তাঁকে ও তাঁর মন্ত্রিসভার জন্য রইল অনেক শুভ কামনা।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত নির্বাচনে কংগ্রেস ও বামেদের মধ্যে হওয়া আসন সমঝোতা চূড়ান্ত করায় সবুজ সঙ্কেত দিয়েছিলেন রাহুল। তাছাড়া মমতার বিরুদ্ধে ভোট প্রচারে গিয়েছিলেন। কলকাতায় উড়ালপুল ভেঙে পড়ে জখম লোকজনকে হাসপাতালে দেখে এসে কটাক্ষ করেছিলেন তৃণমূলকে।