নয়াদিল্লি: দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের উন্নয়নে মমতার সরকারের সঙ্গে তিনি একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, @মমতাঅফিসিয়াল জি ও তাঁর টিমকে শপথ গ্রহণের অভিনন্দন। পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে রাজ্যের উন্নয়নে ঘনিষ্ঠ ভাবে কাজ করতে চাই। আজ মমতার নেতৃত্বে ৪২ সদস্যের তৃণমূল সরকার রেড রোডে শপথ নিয়েছে।


 


পাশাপাশি তৃণমূল নেত্রীকে টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য মমতাকে অভিনন্দন জানিয়ে কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীও ট্যুইটারে লিখেছেন, @মমতাঅফিসিয়াল জি-কে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ায় অভিনন্দন। আগামী দিনগুলিতে তাঁকে ও তাঁর মন্ত্রিসভার জন্য রইল অনেক শুভ কামনা।



প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত নির্বাচনে কংগ্রেস ও বামেদের মধ্যে হওয়া আসন সমঝোতা চূড়ান্ত করায় সবুজ সঙ্কেত দিয়েছিলেন রাহুল। তাছাড়া মমতার বিরুদ্ধে ভোট প্রচারে গিয়েছিলেন। কলকাতায় উড়ালপুল ভেঙে পড়ে জখম লোকজনকে হাসপাতালে দেখে এসে কটাক্ষ করেছিলেন তৃণমূলকে।