প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর সেই ঘটনাগুলি মনে রাখা জরুরি, যাতে গণতন্ত্রকেই আঁকড়ে সামনে এগিয়ে চলা যায়। তাঁর কথায়, গণতন্ত্র কোনও প্রথা নয়, তা আমাদের সংস্কৃতি.. স্বাধীনতা রক্ষায় সর্বক্ষণ নজরদারি চালাতেই হবে। জয়প্রকাশ নারায়ণের সঙ্গে বহু নামী নেতা সে সময় জেলবন্দি হন। বিচারব্যবস্থাও তার হাত এড়াতে পারেনি। সংবাদমাধ্যমের সম্পূর্ণ কণ্ঠরোধ হয়। তাই গণতন্ত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
৩৩তম এই মন কি বাতে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্তকে। বলেছেন, একের পর এক সুপার সিরিজ জিতে দেশকে গর্বিত করেছেন তিনি।
তাঁর কথায়, ভারতীয় যুবসমাজ আগের থেকে অনেক বেশি করে খেলাধুলোয় যোগ দিচ্ছে। ছেলেমেয়েরা খেলার জগতে কেরিয়ার গড়ে তুলতে চাইলে তাদের উৎসাহ দেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।