নয়াদিল্লি: ফের নরেন্দ্র মোদীকে নিশানা করলেন বাজপেয়ী জমানার প্রাক্তন মন্ত্রী অরুণ শৌরি। শৌরির কটাক্ষ, মোদী আত্মমুগ্ধতা বা ‘নার্সিসিজম’-এর শিকার। তিনি দেশে একনায়কতন্ত্রের সরকার চালাচ্ছেন, যা কার্যত দেশের পক্ষে মারাত্মক বিপজ্জনক।

বাজপেয়ী জমানায় মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন অরুণ শৌরি। কিন্তু সাম্প্রতিক অতীতে তাঁর বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে। তাঁর দাবি বর্তমান কেন্দ্রীয় সরকারের কোনও ভারসাম্য নেই এবং মোদীর নিয়্ন্ত্রণে থাকা এই সরকার ভারতের উন্নয়নের পথে বড় বাধা।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া ৪০ মিনিটের এক সাক্ষাত্কারে অরুণ শৌরি গত দুবছরে মোদী সরকার কেমন কাজ করেছে তার ব্যাখা দিয়েছেন। সেইসঙ্গে তিনি সাবধান করেছেন আগামী তিন বছর কেন্দ্রীয় সরকার যদি নিজেদের কাজের ক্ষেত্রে পদ্ধতিগত বদল না আনে, তাহলে বিজেপি ফের ক্ষমতায় ফিরবে কিনা তা নিয়ে প্রশ্ন দানা বাধছে। তাঁর দাবি মোদী আত্মমুগ্ধতায় ভোগেন, লোককে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন, অহঙ্কারী ও একনায়কতন্ত্রী।

অগাস্টা ওয়েস্টল্যান্ড ইস্যুতে ইতালির সংস্থার দুই প্রধানের আদালতে ছাড় পাওয়ার বিরুদ্ধে কেন মোদী সরকার আবেদন করল না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।