পুণে: ‘জাতীয় স্বার্থের নিরাপদ ট্র্যাকে দ্রুতগতির উন্নয়ন ট্রেন চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সারা বিশ্বে উন্নয়ন এবং আস্থার প্রতীক হয়ে উঠেছেন।’ এমনই মন্তব্য করলেন সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুখতার আব্বাস নকভি।
মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের দু বছর পূর্তি উপলক্ষে পুণেতে ‘বিকাশ পর্ব’ নামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন নকভি। তিনি বলেন, ‘মোদী সরকার দেশের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করছে। সমাজের সবচেয়ে পিছনে থাকা ব্যক্তির কাছে উন্নয়নের আলো পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ফড়ে, দালালদের বাদ দিয়ে উন্নয়নকে বাস্তবায়িত করার জন্য আমাদের দ্রুতগতিতে কাজ করতে হবে।’
নকভির দাবি, সারা বিশ্ব ভারতকে বাণিজ্য এবং বিনিয়োগের জন্য নিরাপদ ও লাভজনক গন্তব্য বলে মনে করছে। গ্রাম, কৃষক, গরিব মানুষ, সমাজের দুর্বল অংশের উন্নতি হয়েছে গত ২ বছরে। আন্তর্জাতিক স্তরে ভারতীয় সংস্কৃতির কদর বেড়েছে। ভারতীয় অর্থনীতিরও উন্নতি হয়েছে। মোদী সরকারের অর্থনৈতিক সংস্কারের ফলে ২০১৫-১৬ অর্থবর্ষে ৫৫.৪৬ বিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। ২০১৩-১৪ অর্থবর্ষে যা ছিল মাত্র ৩৬.০৪ বিলিয়ন মার্কিন ডলার। সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চললেও, ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার ৭.৫ শতাংশেরও বেশি।
গত ২ বছরে প্রতিরক্ষা, নির্মাণ উন্নয়ন ক্ষেত্র, বিমা, পেনসন, সম্প্রচার, সিঙ্গল ব্র্যান্ড রিটেল, উৎপাদন ক্ষেত্র এবং অসামরিক বিমান ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের নীতি বদল করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় স্বার্থেই ব্যবসাকে সহজ করা এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়াচ্ছে বলে দাবি করেছেন নকভি।
মোদী ‘দ্রুতগতির উন্নয়ন ট্রেন’ চালাচ্ছেন: নকভি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2016 01:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -