নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের ভাষণের ব্যাপারে সাধারণ মানুষের কাছ থেকে আইডিয়া চাইলেন নরেন্দ্র মোদী। গত তিন বছর ধরে তিনি এটা চালু করেছেন, জনসাধারণের কাছ থেকে পরামর্শ, সাজেশন নিচ্ছেন স্বাধীনতা দিবসের সকালে কী বলবেন, সে ব্যাপারে।
আজ তিনি ট্যুইট করেন, আমার ১৫ আগস্টের ভাষণের ব্যাপারে আপনাদের কী ভাবনা, প্রস্তাব? নরেন্দ্র মোদী অ্যাপে বিশেষ ভাবে তৈরি ফোরামে আমার সঙ্গে আপনাদের বক্তব্য শেয়ার করুন। মাইগভ পোর্টালেও জানাতে পারেন আপনাদের মতামত। সেখান থেকে কিছু আইডিয়া বাছাই করে ভাষণে ঢোকাবেন তিনি।
ইতিমধ্যে ওয়েবসাইটে ধর্ষণ, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ, সংরক্ষণ ও শিক্ষার ওপর বেশ কিছু প্রস্তাব এসেছে বলে খবর।
তিনি সামনের দিনগুলিতে জনসাধারণের থেকে ‘ফলদায়ক ইনপুট বা সুপারিশ’ পাওয়ার প্রত্যাশা করেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।